অভিযান চালিয়ে অর্ধশতাধিক অবৈধ দোকান এবং গ্যারেজ উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।রোববার (১৬ আগস্ট) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে জাতীয় ক্রীড়া পরিষদের সামনে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা প্রায় অর্ধশতাধিক অবৈধ খাবার হোটেল, টং দোকান, রিকশার গ্যারেজ উচ্ছেদ করা হয়।ডিএসসিসি‘র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, খাবার হোটেল, টং দোকান, রিকশার গ্যারেজ অবৈধভাবে রাস্তা ও ফুটপাতের ওপর গড়ে তোলা হয়েছিল। এসব অবৈধ স্থাপনা মানুষের চলাচলে বাঁধাগ্রস্ত করছিল। ডিএসসিসির মেয়রের নির্দেশনা অনুযায়ী অবৈধ স্থাপনা ও অবৈধ ক্যাবলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও জানান, সোমবার (১৭ আগস্ট) রাজধানীর ধলপুরে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।