গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৬৫৭ জনের।নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ২৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭৬ হাজার ৫৪৯ জনে।রোববার ( ১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞতিতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৮ হাজার ৯৫৯ জন।এতে আরো জানান, সারাদেশে সরকারি ও বেসকারি ব্যবস্থাপনায় ৮৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ৬৩৬টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ১৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি।২৪ ঘণ্টায় মৃত ৩২ জনের মধ্যে ২৫ জন পুরুষ ও নারী সাত জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে তিনজন করে ছয়জন, রাজশাহী বিভাগে ছয়জন। খুলনা, সিলেট ও রংপুর বিভাগে দু’জন করে ছয়জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাড়িতে একজন।মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন।তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৫৭৯ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪৪৯ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৬২ হাজার ৭২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৪১ হাজার ৭৩৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২০ হাজার ৩৩৯ জন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কিরগিজস্তানে কোনো বাংলাদেশির হতাহতের খবর মেলেনি: পররাষ্ট্র মন্ত্রণালয়

মেট্রোরেলে ভ্যাটের বিষয়টি প্রধানমন্ত্রী পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন: সেতুমন্ত্রী