মালয়েশিয়া বিদেশি শ্রমিক নিয়োগের বাধা উঠিয়ে নিচ্ছে

মালয়েশিয়া  বিদেশি শ্রমিক নিয়োগের বাধা উঠিয়ে নিচ্ছে

বিদেশিকর্মী নিয়োগের জন্য যে বিধিনিষেধ মালয়েশিয়া সরকার দিয়েছিল তা তুলে নেওয়া হচ্ছে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার এমনটি বলা হয়েছেএর আগে করোনা ভাইরাস মহামারির মধ্যে দেশীয় শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে বিদেশি কর্মী নিয়োগে বিধিনিষেধ আরোপ করেছিল মালয়েশিয়ার সরকার।মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানান বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, এমন কিছু মালিক রয়েছেন যারা দাবি করছেন যে এখনো তাদের বিদেশি শ্রমিক দরকার । তাদের অনুরোধের ভিত্তিতে সরকার বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।তবে মালিকদের আগে দেশীয় নাগরিকদের মধ্যে থেকে শ্রমিক নিয়োগ করে তারপর প্রয়োজনে বিদেশি শ্রমিকদের পুনঃনিয়োগের ‍অনুরোধ করেছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী।মালয়েশিয়া সরকারের হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় ২১ লাখ বিদেশি শ্রমিক কাজ করেন। করোনা মহামারির মধ্যে গত জুলাইয়ে ৬৭ হাজার স্থানীয় নাগরিক এবং ৪ হাজার ৭০০ বিদেশি শ্রমিক কাজ হারিয়েছেন বলে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সারা দেশে ‘হিট স্ট্রোকে’ ৮ জনের মৃত্যু

কারাগারেও মাদকের আখড়া