করোনার প্রথম টিকার চূড়ান্ত অনুমোদন, গ্রহণ করলেন পুতিনকন্যা

করোনার প্রথম টিকার চূড়ান্ত অনুমোদন, গ্রহণ করলেন পুতিনকন্যা

বিশ্বে প্রথমবারের মতো করোনা ভাইরাসের টিকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে রাশিয়া। ইতোমধ্যে এই টিকা দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে গ্রহণ করেছেন।

মঙ্গলবার পুতিন ঘোষণা করেন, করোনা ভাইরাস প্রতিরোধী প্রথম কার্যকরী টিকা তৈরি করেছে রাশিয়া। এই টিকা পরীক্ষার সময় কার্যকর প্রমাণিত হয়েছে, যা করোনা ভাইরাস স্থায়ীভাবে প্রতিরোধে সক্ষম।

পুতিন বলেন, ‘আজ সকালে, বিশ্বের প্রথমবারের মতো করোনা ভাইরাসের ভ্যাকসিন রাশিয়ায় নথিভুক্ত করা হয়েছে। এই টিকা আমার এক মেয়ে গ্রহণ করেছে।’

তিনি আরো বলেন, ‘ভ্যাকসিন নেওয়ার পর মেয়ের শরীরের তাপমাত্রা ৩৮ হয়েছিল। এখন সে ভালো আছে।’

রাশিয়ার কর্তৃপক্ষ বলছে, প্রথম দিকে স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মাঝে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তবে আগামী বছরের জানুয়ারি থেকে সাধারণ জনগণের জন্য ভ্যাকসিনটি উন্মুক্ত করা হবে। তার আগেই কয়েক মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি হবে। খবর: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু