রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ, উপস্থিত থাকবেন মোদী

রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ, উপস্থিত থাকবেন মোদী

রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আজ অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালেই তিনি দিল্লি থেকে রওনা দেবেন। দুপুর সাড়ে ১২টায় অযোধ্যায় ভিত্তিপ্রস্তর স্থাপনের মূল অনুষ্ঠান শুরু হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকলেও তার সবচেয়ে আস্থাভাজন তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী দিল্লি থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দেবেন। লখনউ পৌঁছাবেন সকাল সাড়ে ১০টার দিকে। সেখান থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দেবেন তিনি। ১১টা ৪০ মিনিটে হনুমানগড়িতে পূজা দেওয়ার কথা রয়েছে তার। এরপর ঠিক দুপুর ১২টায় রাম জন্মভূমি পরিসরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে রামলালার দর্শন করে বিশেষ পূজা দেবেন তিনি। এরপর করবেন বৃক্ষরোপণ। দুপুর সাড়ে ১২টায় শুরু হবে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের মূল অনুষ্ঠান।

ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যোগ গুরু রামদেব, রাম মন্দির ট্রাস্টের প্রধান মহন্ত নৃত্যগোপাল দাসের মতো ভিআইপিরা। আমন্ত্রিত প্রায় ২০০ জন। সেখানে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান সম্পন্ন হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাকেরগঞ্জে ভোট জালিয়াতির পরিকল্পনাকারী আবদুল হক পুলিশ হেফাজতে

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু