১০ আগস্টের মধ্যেই অনুমোদন পাচ্ছে রাশিয়ার করোনা ভ্যাকসিন!

১০ আগস্টের মধ্যেই অনুমোদন পাচ্ছে রাশিয়ার করোনা ভ্যাকসিন!

আগামী দুসপ্তাহের মধ্যেই বাজারে করোনার ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া। এমনটি জানিয়েছে রাশিয়ার ভ্যাকসিন তৈরির সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের এই বিশ্বাস সত্যি হলে বিশ্বের বাজারে প্ৰথম করোনা ভ্যাকসিন হিসেবে অনুমোদিত হতে পারে এই ভ্যাকসিনটিই।

রাশিয়ান প্রশাসনিক কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যকে জানিয়েছেন তারা ১০ আগস্টের মধ্যে ভ্যাকসিনটি অনুমোদনের তোরজোর চালাচ্ছেন। আর এ জন্য মস্কোর জেমেলিয়া ইন্সটিউটের বিজ্ঞানীরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছে।

রাশিয়ার স্বাস্থ্যসচিব কিরলি দিমিদ্রিভ সংবাদমমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে ১৯৫৭ সালের স্পুটনিক উপগ্রহ উৎক্ষেপনের সঙ্গে তুলনা টেনে বলেন, ঐতিহাসিক দিনক্ষণের সামনে দাঁড়িয়ে রয়েছে রাশিয়া।তবে রাশিয়ার এই ভ্যাকসিন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্বের অন্যান্য দেশের গবেষকরা । তারা বলছেন, এখনও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক তথ্যই সামনে আনেনি রাশিয়া। নিউজ১৮, সিএনএন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

শিবচরে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত 

গ্রাম আদালত পরিচালনায় সারা দেশে ফেব্রুয়ারি মাসে মাদারীপুর জেলা আবারও প্রথম