ঢাকা: শিল্প ও সেবাখাতের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ সন্তোষজনকভাবে না করার কারণ জানতে চেয়ে ১৮টি ব্যাংককে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্যাংকগুলোর কাছে এ চিঠি পাঠানো হয়েছে।
প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ কেন সন্তোষজনক নয়, তা তিন কর্ম দিবসের মধ্যে জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে।
করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে ২৩ এপ্রিল সরকার শিল্প ও সেবাখাতের জন্য ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে এ ঋণ বিতরণের কথা থাকলেও পরবর্তীকালে অর্থের যোগান দিতে বাংলাদেশ ১৫ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে।
তহবিলের আওতায় ব্যাংকগুলো ২০ হাজার ৫৭ কোটি টাকার ঋণ বিতরণ করেছে। চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে প্যাকেজের পুরো অর্থ বিতরণ করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ১৮টি ব্যাংক তহবিলে থেকে নামমাত্র ঋণ বিতরণ করেছে বলে জানা গেছে।