সৌদি আরব বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ১০০ মিলিয়ন ডলার দেবে

সৌদি আরব বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ১০০ মিলিয়ন ডলার দেবে

করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেবে সৌদি আরব। করোনা মহামারি প্রতিরোধে জাতিসংঘের গৃহীত প্রকল্প বাস্তবায়নের আন্তর্জাতিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের অন্যান্য সংস্থার জন্য এ অনুদান দেবে সৌদি সরকার। খবর আরব নিউজ।

জাতিসংঘে মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে ভার্চুয়াল সভায় এ ঘোষণা দেন সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি আবদুল্লাহ আল মুআল্লিমি। শুক্রবার সৌদির রাষ্ট্রয়াত্ত বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করে।

আল মুআল্লিমি এক টুইট বার্তায় বলেন, ‘করোন মহামারি প্রতিরোধে বৈশ্বিক ডাকে সাড়া দিয়ে সৌদি আরব এ সহায়তা প্রদান করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলো সৌদি আরবের অনুদান থেকে লাভবান হতে পারবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

মেক্সিকোতে বাস খাদে পড়ে ১৯ জন নিহত