বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা ব্যাপকহারে কমে এসেছে। এর প্রভাব পড়েছে তেল রফতানিকারক দেশগুলোর অর্থনীতির ওপর। এর জেরে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সৌদি আরবের তেল রফতানির পরিমাণ প্রায় ৬২ শতাংশ হ্রাস পেয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির সরকারি সংস্থা সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে সংস্থাটি বলেছে, ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক সৌদি আরবের তেল রফতানি হয়েছে প্রায় ৭৪ দশমিক ৮ বিলিয়ন রিয়াল। করোনায় বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের চাহিদা কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
গত জুলাই মাসে সৌদি আরবের বার্ষিক মূল্যস্ফীতির হার ৬ দশমিক ১ শতাংশে পৌঁছেছে। যা আগের মাসের চেয়ে ০ দশমিক ৫ শতাংশ বেশি।
বিশ্বের তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক এবং এর মিত্ররা তেলের উৎপাদন নজিরবিহীনভাবে কমিয়ে ফেলেছে। ওপেক এবং মিত্ররা তেলের উৎপাদন দিনে ৯৭ লাখ ব্যারেল কমিয়েছে; যা বৈশ্বিক সরবরাহের ১০ শতাংশের সমান।