না: গঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩১

না: গঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ৩১

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন নজরুল ইসলাম ও শেখ ফরিদ নামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়াল।

আজ বৃহস্পতিবার বিকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দুজন মারা যান।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ সকালে আব্দুস ছাত্তার (৪০) নামের আরও একজনের মৃত্যু হয়।

গত শুক্রবার এশার নামাজের সময় নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ হয়। এতে মোট ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে কেবল মামুন প্রধান নামের একজন চিকিৎসা নিয়ে বাসায় ফিরতে পেরেছেন।

ফায়ার সার্ভিসের ধারণা, গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের বদ্ধ পরিবেশে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সাত কলেজের শিক্ষার্থীদের সাইন্সল্যাব অবরোধ, যানচলাচল বন্ধ

পাঁচ ঘন্টা পর সড়ক ছাড়লেন সাত কলেজ শিক্ষার্থীরা; আগামীকাল ফের অবরোধ ঘোষণা