বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মালেকা বেগম আর নেই

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মালেকা বেগম আর নেই

জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামালের মা মালেকা বেগম (৯৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে তার নিজ  মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাতিজা সেলিম আহমেদ এ খবর নিশ্চিত করেছেন।

এর আগে তিনি কিডনি সমস্যা,রক্ত শূন্যতাসহ বার্ধক্য জনিত কারণে অসুস্থ বোধ করলে গত ১৮ আগস্ট ভোলার ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ২০ আগস্ট উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়। ৩ সেপ্টেম্বর তাকে ভোলা সদরের আলীনগর ইউনিয়নে মৌটুপি গ্রামে তার নিজ বাসভবন নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার সকালে ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে ভোলার সকল মহল থেকে শোক জানানো হয়েছে । আজ বিকালে আছর বাদ বাড়ির সামনের বীর শ্রেষ্ঠ ঈদগাহ মাঠে পারিবারিক কবরস্থানে বীর মাতাকে সমাহিত করা হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি