হংকং, এ  বিক্ষোভকারীদের ওপর পিপার বল নিক্ষেপ

হংকং, এ  বিক্ষোভকারীদের ওপর পিপার বল নিক্ষেপ

নির্বাচনের পেছানোর প্রতিবাদে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে হংকংয়ে। রবিবার পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পিপার বল ছুড়েছে।

প্রসঙ্গত, ৬ সেপ্টেম্বর হংকংয়ের লেজিসলেটিভ কাউন্সিলের নির্বাচন হওয়ার কথা ছিল। তবে এশিয়ার এই বাণিজ্যিক প্রাণকেন্দ্রের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম করোনার প্রাদুর্ভাবের অজুহাত দেখিয়ে নির্বাচন জুলাই পর্যন্ত পিছিয়ে দেন। ল্যামের এই সিদ্ধান্ত গণতন্ত্রপন্থীদের ওপর বড় আঘাত হিসেবে বিবেচেনা করা হচ্ছে। কারণ এবারের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা বিজয়ী হবেন বলে প্রত্যাশা করেছিলেন।

ওং নামে ৭০ বছরের এক নারী বলেন, ‘আজ আমাদের নির্বাচন হওয়ার কথা ছিল। আমাদের ভোটের জন্য লড়াই করা প্রয়োজন।’

গত জুনে সাবেক ব্রিটিশ কলোনি হংকংয়ে নতুন নিরাপত্তা আইন জারি করে চীন। ওই ঘটনার পর এটাই ছিল প্রথমবারের লেজিসলেটিভ কাউন্সিল নির্বাচন। সরকার অবশ্য দাবি করেছে, কোনো রাজনৈতিক কারণে নির্বাচন পেছানো হয়নি।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

মেক্সিকোতে বাস খাদে পড়ে ১৯ জন নিহত