খাদ্য কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

খাদ্য কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম: কক্সবাজারে পরস্পর যোগসাজশে সরকারি চাল আত্মসাতের অভিযোগে কুতুবদিয়া বড়ঘোপ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরীসহ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এ সহকারী পরিচালক রতন কুমার দাশ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন মামলাটি রেকর্ড করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য্য  বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে মোট ৮৫ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকার সরকারি চাল আত্মসাতের অভিযোগ আনা হয়েছে বলে  জানান দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।

মামলার আসামিরা হলেন- কুতুবদিয়া বড়ঘোপ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরী, খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী মো. শাহজাহান প্রকাশ মিন্টু, নিরাপত্তা প্রহরী নিজাম উদ্দিন, কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক দফতরের স্প্রেম্যান মো. শাহজাহান, ঠিকাদার দিলরুবা হাসান ও সেলিম রেজা।

 

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হাসনাত আব্দুল্লাহ স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা: সেলিম ভূঁইয়া

‘পুলিশ আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয়’ এগুলো আল্লাহ তায়ালার কুদরত: শাহজাহান চৌধুরী