নারায়ণগঞ্জে শোকের মাতম ইমামসহ ২৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে শোকের মাতম ইমামসহ ২৩ জনের মৃত্যু

সমাচার রিপোর্ট

নারায়ণগঞ্জ ফতুল্লা তল্লা মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুইজনের মৃত্যু হয়েছে। শামীম নামে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা গেছেন। আজ রবিবার সকালে জুলহাস নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

চিকিৎসাধীন বাকি ২৩ জনের অবস্থাও আশঙ্কাজনক। বেশিরভাগের শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে। শুক্রবার গভীর রাত থেকে শনিবার রাত পৌনে ১১ টা পর্যন্ত যারা মারা গেছেন তারা হলেন- মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৫), সাব্বির (২২), জুনায়েদ (৭), জামাল (৪০), জুবায়ের (১৪), হুমায়ূন কবির (৭০), মোস্তফা কামাল (৩৪), ইব্রাহিম (৪৩), রিফাত (১৮), জুনায়েদ (১৭), কুদ্দুস বেপারী (৭২), রাশেদ (৩০), জয়নাল (৫০), মাইনুদ্দিন (১২), নয়ন (২৭) কাঞ্চন হাওলাদার (৫০), মো. রাসেল (৩৪) ও বাহার উদ্দিন (৫৫), মসজিদের ইমাম মো. আব্দুল মালেক (৬০) ও মিজান (৩৪) সাংবাদিক নাদিম(২০) ও শামীম ।

শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালের বার্ন ইউনিটে এখনো ভর্তি আছেন ফরিদ (৫৫), শেখ ফরিদ (২১), মনির (৩০), আবুল বাসার মোল্লা (৫১), শামীম হাসান (৪৫), মো. আলী মাস্টার (৫৫), মো. কেনান (২৪), নজরুল ইসলাম (৫০), রিফাত (১৮), আব্দুল আজিজ (৪০), , হান্নান (৫০), আব্দুস সাত্তার (৪০), জুলহাস উদ্দিন (৩০), আমজাদ (৩৭), মামুন (২৩) এবং ইমরান (৩০)। 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ