ফিল্ম আর্কাইভে ইজিপি টেন্ডার বিতর্ক: বিশেষ শর্তে নির্দিষ্ট সাপ্লায়ারকে কাজ দেওয়ার অভিযোগ

ফিল্ম আর্কাইভে ইজিপি টেন্ডার বিতর্ক: বিশেষ শর্তে নির্দিষ্ট সাপ্লায়ারকে কাজ দেওয়ার অভিযোগ

ষ্টাফ রিপোর্টার: আগারগাঁওয়ে অবস্হিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এ দুই কোটি চল্লিশ লক্ষ টাকার স্ক্যানার মেশিন ক্রয়ের জন্য ইজিপি তে ওপেন টেন্ডার মেথডে দরপত্র আহবান করা হয় এ বছরের জানুয়ারির ১ তারিখে ।

দরপত্রে এমন কিছু শর্ত আরোপ করা হয় যাতে “ঙ” নামক প্রতিষ্ঠানের কর্ণধার শহিদুল ইসলাম কাজটি পায়। পছন্দের ঠিকাদার কে কাজ পাইয়ে দেয়ার জন্য অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ইন্জিনিয়ার মোটা অংকের অনৈতিক সুবিধা নিয়ে “ঙ” নামক প্রতিষ্ঠানের দরদাতা কে কাজ দেওয়ার জন্য এ কারসাজি করেছেন বলে সুত্র জানায়। আগ্রহী অনেক প্রতিষ্ঠান এজন্য দরপত্রে অংশগ্রহণ করতে পারেনি। ফলে দরপত্রটি স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক হয়নি। উল্লেখ্য, আগেও এরকম শর্তারোপ করে অন্য দরদাতাদের ননরেস্পন্সিভ করে “ঙ” নামক প্রতিষ্ঠানের কর্ণধার শহিদুল ইসলাম কে কাজ দেয়া হয়েছে।

বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছেন সচেতন মহল। উল্লেখ্য এ রকম শর্ত আরোপের ফলে সরকার লক্ষ লক্ষ টাকা ক্ষতির মুখে পড়বে ।

..

Leave a reply

Minimum length: 20 characters ::