পিকনিক বাসে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন

পিকনিক বাসে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন

সমাচার ডেস্ক: বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়।

মানববন্ধনে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহর পরিচালনায় মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এমন ন্যাক্কারজনক হামলার পুনারাবৃত্তি বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা।

আরও পড়ুন: যুবলীগ নেতাকে ছাড়াতে থানায় বিএনপি নেতা, হামলায় ২ সাংবাদিক আহত

গত ২৬ জানুয়ারি নরসিংদীর মাধবদীতে ড্রিম হলিডে পার্কে ফ্যামেলি ডে উদ্‌যাপন অনুষ্ঠান শেষে বাসযোগে ঢাকায় ফেরার সময় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় ক্র্যাবের ১২ জন আহত হয়। এতে গাড়ি পার্কিংয়ের মালিক হারুনকে প্রধান করে অপর আটজনের নামসহ অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়।

এ মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

..

Leave a reply

Minimum length: 20 characters ::