‘ট্রাকই হচ্ছে নৌকা ধানের শীষের প্রতিনিধি।’ 

‘ট্রাকই হচ্ছে নৌকা ধানের শীষের প্রতিনিধি।’ 
নুরুল হক নুর,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: নুরুল হক নুর বলেন, বাংলাদেশের এ অঞ্চলে বিগত নির্বাচন ছিল নৌকা আর ধানেরশীষের। এইবার ব্যালটে নৌকা নাই ধানের শীষ নাই। ট্রাকই হচ্ছে নৌকা ধানের শীষের প্রতিনিধি।’
তিনি আরো বলেন, আমরা বিএনপির সাথে সমঝোতা করেছি। আমি আশা এবং ভরসার জায়গা থেকে এক চরম প্রতিকূল পরিস্থিতিতে একটা বড় ধরণের ঝুঁকি নিয়ে এই নির্বাচন করছি। ঝুঁকিটা কী? বিএনপির সাথে এলায়েন্স করেছি বিএনপি আমাদেরকে সমর্থন দিয়েছে। কিন্তু বিএনপির দলীয় সিদ্ধান্ত না মেনে তারেক রহমানকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আরেকজন লোক নির্বাচন করছেন। শুনেছি তিনি অফিস খুলেছেন সেখানে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি লাগিয়েছে। এটা বিএনপির নেতৃবৃন্দ ভেবে দেখবেন। তারা কীভাবে সেটা প্রতিরোধ করবে। কারণ দল থেকে বহিষ্কৃত, পদ নাই সে তো দলের পরিচয় বহণ করতে পারে না। বিএনপি তো অফিসিয়ালি আমাদেরকে এ আসনে সমর্থন দিয়েছে।’
গণঅধিকার পরিষদ ও বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নুর বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর নূরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচরণা শুরু করেন। গণ অধিকার পরিষদের সদর ইউনিয়নের সভাপতি মো. ফারুক খলিফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্ধ্যায় নুরুল হক নুর এসব কথা বলেন। নির্বাচনী এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, যুবদলের কেন্দ্রীয় কমিটি নির্বাচন কমিটির সদস্য ইখতিয়ার রহমান কবির, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাবেক সহসভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সদস্য সচিব মো. জাকির মুন্সি, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মহিবুল্লাহ এনিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আবু নাঈম প্রমুখ।
..

Leave a reply

Minimum length: 20 characters ::