রূপগঞ্জে যৌথ বাহিনীর বিশাল অভিযান দেড় কোটি টাকার মাদকসহ আটক ৩

রূপগঞ্জে যৌথ বাহিনীর বিশাল অভিযান দেড় কোটি টাকার মাদকসহ আটক ৩
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নে লাভরা পাড়া এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন মাদকদ্রব্য সহ ৩ মাদককারবারীকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে রূপগঞ্জ থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান, রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরিফ।
এসময় তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলার ভুলতা  ইউনিয়নের লাভরাপাড়া এলাকার কয়েকটি পরিত্যক্ত বাড়িতে সাড়াশি অভিযান চালিয়ে ১৬০০ বোতল ফেন্সিডিল ও স্কারাপ, ৯৫০০ পিস ইয়াবা ও ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এসময় ৩ মাদককারবারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, লাভরাপাড়া এলাকার আমানউল্লাহর ছেলে তানজিদ (২৮), আলাউদ্দিনের রিফাত (১৮), পাড়াগাঁও এলাকার রোকন উদ্দিনের ছেলে রিদুল (২৩)।
অভিযান শেষে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, রূপগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে যৌথ বাহিনীর এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় মাদকের যে সিন্ডিকেট গড়ে উঠেছে, তা নির্মূলে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
আটককৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই চক্রের সাথে জড়িত আরও বেশ কয়েকজনের নাম প্রকাশ করেছে, যাদের ধরতে অভিযান চলমান রয়েছে।
..

Leave a reply

Minimum length: 20 characters ::