দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় গ্রেফতার রংমিস্ত্রী নবিরুল ও সান্টুকে আদালতে নেওয়া হচ্ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘোড়াঘাট থানা থেকে তাদের নিয়ে আদালতের উদ্দেশে রওনা হয় পুলিশ। তাদের দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হচ্ছে। দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) মিঠুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টার দিকে ঘোড়াঘাট থানা থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করা দুই আসামি রংমিস্ত্রি নবিরুল ইসলাম ও সান্টু কুমার বিশ্বাসকে নিয়ে ঘোড়াঘাট থানা থেকে জেলা আদালতের উদ্দেশে রওনা হয়েছে পুলিশ। অপর মূল আসামি আসাদুল হককে এখনো হস্তান্তর করা হয়নি। এদিকে দিনাজপুর আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ঘোড়াঘাট থেকে দিনাজপুর জেলা আদালত চত্বরে পৌঁছাতে দুপুর হয়ে যাবে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।