ইউএনওর ওপর হামলা: দুই আসামিকে আদালতে নেওয়া হচ্ছে

ইউএনওর ওপর হামলা: দুই আসামিকে আদালতে নেওয়া হচ্ছে
দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় গ্রেফতার রংমিস্ত্রী নবিরুল ও সান্টুকে আদালতে নেওয়া হচ্ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঘোড়াঘাট থানা থেকে তাদের নিয়ে আদালতের উদ্দেশে রওনা হয় পুলিশ। তাদের দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হচ্ছে।   দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) মিঠুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, সকাল ১০টার দিকে ঘোড়াঘাট থানা থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করা দুই আসামি রংমিস্ত্রি নবিরুল ইসলাম ও সান্টু কুমার বিশ্বাসকে নিয়ে ঘোড়াঘাট থানা থেকে জেলা আদালতের উদ্দেশে রওনা হয়েছে পুলিশ। অপর মূল আসামি আসাদুল হককে এখনো হস্তান্তর করা হয়নি।  এদিকে দিনাজপুর আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। ঘোড়াঘাট থেকে দিনাজপুর জেলা আদালত চত্বরে পৌঁছাতে দুপুর হয়ে যাবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি