ব্যালটে ঋণখেলাপীদের ‘না’বলতে হবে: হাসনাত আবদুল্লাহ

ব্যালটে ঋণখেলাপীদের ‘না’বলতে হবে: হাসনাত আবদুল্লাহ

সমাচার ডেস্ক: ব্যালটের মাধ্যমে ঋণখেলাপীদের ‘না’ বলতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, এসব ঋণখেলাপী সংসদে গিয়ে যেন জনগণের টাকা ফেরত দিতে না হয়, সেই ব্যবস্থাই করবে। তাই ব্যালটের মাধ্যমে ঋণখেলাপীদের ‘না’ বলতে হবে।

বুধবার (৭ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বারে জয়পুর চাঁন মিয়া মার্কেটের সামনে ওসমান হাদির স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংসদ নির্বাচনে ঋণখেলাপীদের প্রার্থী করার প্রসঙ্গে হাসনাত বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ নতুন কিছু প্রত্যাশা করেছিল। কিন্তু দেখা যাচ্ছে, ঋণখেলাপীদের মনোনয়ন দেওয়া হচ্ছে। যারা ব্যাংকের টাকা ও জনগণের আমানত ফেরত দেয় না, তারা সংসদে গিয়ে জনগণকে কী বার্তা দিতে চায়, তা বোধগম্য নয়।

তিনি বলেন, যে ব্যক্তি নিজেই ঋণ শোধ করে না, সে ব্যক্তি জনগণের সেবা করতে এলে কী ধরনের সেবা দেবে, তা পরিষ্কার। যারা জনগণের ট্যাক্সের টাকা ও ঋণের টাকা আত্মসাৎ করে বিলাসিতা করে, তাদের লজ্জা হওয়া উচিত।

হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদের আমলে দেখা গেছে, চোখের ইশারায়ও যদি বিএনপি-জামায়াত কোনো কর্মসূচি ঘোষণা করত, তাহলে সঙ্গে সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলো সেখানে উপস্থিত হতো। অথচ ছয় মাস আগে ঘোষণা দিয়ে জুমার দিনে প্রকাশ্যে আমার ভাইকে গুলি করে হত্যা করা হলো। হত্যার পর খুনিরা সীমান্তের ওপারে চলে গেল, কিন্তু দেশের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনী কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

এনসিপির এই নেতা বলেন, অতীতে ভারত ঠিক করে দিয়েছে এই দেশ কে চালাবে। এ দেশে এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে, যেমন ব্যাংক এজেন্ট দেওয়া হয়। এ দেশে মোদির এজেন্ট ছিল হাসিনা। এজেন্ট মালিকের কথামতো দেশ চালিয়েছে, আর যখন পারেনি, তখন মালিক সেই এজেন্টকে সরিয়ে নিয়েছে। ভারতের গুণ্ডামি, দুর্নীতি, চাঁদাবাজি ও ইনসাফের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব।

হাদি ইস্যুর প্রসঙ্গে হাসনাত বলেন, ভারতের গুণ্ডামির বিরুদ্ধে যারা আপসহীন ছিলেন, ওসমান হাদি তাদের অন্যতম। কিন্তু দুঃখজনক হলো হাদি শহীদ হওয়ার তিন সপ্তাহ পার হলেও এখনো তার হত্যার বিচার নিশ্চিত করা যায়নি। এটি আমাদের জাতির জন্য লজ্জাজনক। আমরা হাদি হত্যার বিচার চাই

..

Leave a reply

Minimum length: 20 characters ::