কুবি প্রতিনিধি,হারেছ আহমেদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৩০ ডিসেম্বর (মঙ্গলবার) বাদ জোহর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া আয়োজিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সুলাইমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম. এম. শরিফুল করিম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।
অধ্যাপক ড. এম. এম. শরিফুল করিম বলেন, ‘আপনারা সবাই জেনেছেন যে, আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও যিনি আমাদের এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকালে মারা গেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন ও মিথ্যা মামলায় কারাবন্দী ছিলেন। প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা তাঁর থেকে আপোশহীনতার শিক্ষা নিতে পারি। উনার মৃত্যু থেকে আরো একটা বিষয় শিক্ষা নিতে পারি যে আল্লাহ যাকে সম্মান দেন সেই সম্মান কেউ কেড়ে নিতে পারে না। উনার বিরুদ্ধে যে কুৎসা রাটানো হয়েছিলো আপনারা জানেন কিন্তু তারপরও আজকে উনি আমাদের মধ্য থেকে সম্মানের মুকুট মাথায় দিয়ে বিদায় নিলেন। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করি।’
অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশেষ করে আমরা যারা এখানে চাকরি করি ও শিক্ষার্থীরা বেশি ভারাক্রান্ত। তিনি তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোক প্রকাশ করছি, আল্লাহ যেন উনাকে জান্নাত নসিব করুন।’
অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে হারিয়েছি; এটা আমাদের মেনে নিতেই হবে কারণ মানুষ মরণশীল। আমরা সবাই দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।’
অধ্যাপক ড. মোহাম্মদ সুলাইমান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্নে ভিত্তিপ্রস্তর স্থাপনকারী, সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। এই মৃত্যুর সংবাদে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব নিস্তব্ধ হয়ে গেছে। সূরা মুমিনে মহান আল্লাহ তায়ালা মৃত্যুর কথা বলেছেন; মানুষ তার জীবনে যে কাজ করবে, তার জবাবদিহিতা করতে হবে। সেজন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে।’
প্রসঙ্গত, সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ৩০ (ডিসেম্বর) সকাল ৬টায় তিনি ইন্তেকাল করেন।
কুবিতে,বেগম খালেদা জিয়া,