বগুড়া: বগুড়া জেলার ১২টি থানায় মামলা বা সাধারণ ডায়েরির (জিডি) তথ্য প্রদানের জন্য মোবাইল ফোনে এসএমএস সেবা চালু করা হয়েছে।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
এ সেবার মাধ্যমে সাধারণ ডায়েরি বা মামলার আবেদনকারীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তার বিষয়টির তদন্তকারী কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর জানিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসারের স্থায়ী মোবাইল নম্বর থেকে এই বার্তা প্রেরণের কাজ শুরু হয়েছে।
সনাতন চক্রবর্তী জানান, এখন থেকে থানায় করা মামলা বা জিডির তথ্য মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। ইতোমধ্যে ১০০ জন মামলার বাদী বা জিডির আবেদনকারীর কাছে এমন বার্তা প্রেরণ করা হয়েছে। পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার তত্ত্বাবধানে চালু হওয়া এই সেবা অব্যাহত থাকবে। রাজশাহী রেঞ্জ ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজির নির্দেশনায় এই সেবা চালু করা হয়েছে।