ধানমন্ডিতে আইএসটিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান

ধানমন্ডিতে আইএসটিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান

সমাচার ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে ধানমন্ডিস্থ ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (আইএসটি) এর উদ্যোগে “নবীন বরণ অনুষ্ঠান-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় আইএসটি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা, আইএসটি’র পরিচালক (প্রশাসন) এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. সালেহ্ মুহম্মদ রফিক। স্বাগত বক্তব্য রাখেন আইএসটি’র অধ্যক্ষ অধ্যাপক এম. এ. মজিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও আইএসটি’র পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক ড. এস. এম. মোস্তফা আল মামুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মো. আবুদ্দারদা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব ডিন অধ্যাপক ড. আশেক কবির চৌধুরী, সাবেক সচিব আবু সাঈদ চৌধুরী, ক্রাউন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশিদ, আইএসটি’র ছাত্র উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব ফরিদা নাসরীন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক জাকির হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইএসটি’র অধ্যাপক রুনা রোখসানা খান, অধ্যাপক জিয়াউল হাসান, অধ্যাপক আশফাকুর রহমান, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক লুৎফী হাবিবা, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মেহেদী হাসান এবং ইসিই বিভাগের বিভাগীয় প্রধান মাহফুজা ফেরদৌসী।

নবীন বরণ অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ আইএসটি’র প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইমেরিটাস অধ্যাপক ড. শাহিদা রফিকের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, আইএসটি’র আধুনিক ও যুগোপযোগী সিলেবাস, উন্নত শিক্ষার পরিবেশ এবং অত্যাধুনিক কম্পিউটার ও ইলেকট্রিক্যাল ল্যাব দেখে তিনি মুগ্ধ। সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রজেক্ট এক্সিবিশন এবং পোস্টার প্রেজেন্টেশনের প্রশংসা করে তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এ ধরনের আয়োজন করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইএসটির শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেন এবং আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেন।

অনুষ্ঠানের শেষে সফটওয়্যার/হার্ডওয়্যার প্রজেক্ট এক্সিবিশন ও পোস্টার প্রেজেন্টেশনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. উজ্জ্বল হোসেন ও সিএসই বিভাগের প্রভাষক তাসমী সুলতানা তমা।
সমাচার/এমএএন

..

Leave a reply

Minimum length: 20 characters ::