মাদারীপুর-১(শিবচর) আসনে নুরুউদ্দিন মোল্লাকে মনোনয়ন দেয়ার দাবিতে মশাল মিছিল

মাদারীপুর-১(শিবচর) আসনে নুরুউদ্দিন মোল্লাকে মনোনয়ন দেয়ার দাবিতে মশাল মিছিল
মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর-১(শিবচর ) আসনে শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান নুরুউদ্দিন মোল্লাকে মনোনয়ন দেয়ার দাবিতে মশাল মিছিল করেছে কর্মী-সমর্থকরা।
শুক্রবার সন্ধ্যায় শিবচর উপজেলার হাতির বাগান মাঠ থেকে মশাল মিছিল বের করা হয়। মশাল মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৭১ সড়কে এসে শেষ হয়।
এ সময় বক্তারা স্থগিত হওয়া কামাল জামান নুরুউদ্দিন মোল্লার মনোনয়ন দাবি জানান। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
জানা যায়, ৩ নভেম্বর বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে মাদারীপুর-১ আসনে প্রার্থী হিসেবে কামাল জামান নুরুউদ্দিন মোল্লার নাম ঘোষণা করা হয়। মনোনয়ন ঘোষণার ২৪ ঘণ্টা না যেতেই ৪ নভেম্বর বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে নুরুউদ্দিন মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়। এতেই ফুঁসে ওঠে নুরুউদ্দিনের নেতাকর্মীরা। প্রতিবাদে ৫ নভেম্বর দিনব্যাপী শিবচরে সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন তারা।
এরপর ৪ ডিসেম্বর এই আসনে মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা আক্তার মিঠু চৌধুরীকে ধানের শীষের মনোনয়ন দেয় দলটির কেন্দ্রীয় কমিটি। পরে শুক্রবার সন্ধ্যায় স্থগিত হওয়া মনোনয়ন ফেরত পাওয়ার দাবিতে অনুষ্ঠিত হয় মশাল মিছিল।
এ সময় শিবচর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া সাজু মোল্লা, পৌর বিএনপি সদস্য সচিব আজমল হোসেন সেলিম হুদাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
..

Leave a reply

Minimum length: 20 characters ::