দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে নীলফামারী জেনারেল হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি

দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে নীলফামারী জেনারেল হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি

জেলা প্রতিনিধি: দশম গ্রেড বাস্তবায়নের দাবীতে নীলফামারীতে কর্মবিরতি পালিত হয়েছে মেডিক্যাল টেকনোলজিস্ট ও
ফার্মাসিস্ট পরিষদের ব্যানারে।

কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সারাদেশে এই কর্মসুচি পালিত হয় বুধবার সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত। কর্মসুচি ঘিরে নীলফামারী জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধনে মিলিত হন মেডিক্যাল টেকনোলজিস্ট ও
ফার্মাসিস্টরা।

এ সময় তারা বলেন, আমাদের বঞ্চিত করা হচ্ছে। একই যোগ্যতা সম্পন্ন ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষি কর্মকর্তারা দশম গ্রেড পাচ্ছেন অথচ আমরা ১১তম গ্রেডে অবস্থান করছি। দাবী আদায় না হলে বৃহস্পতিবার(৪ডিসেম্বর) পুর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। মানববন্ধনে বক্তব্য দেন নুরুজ্জামান সরকার, আতিকুর রহমান, মেহেদী হাসান, মোনায়েম খান, নিশাত রায়হান
প্রমুখ।

..

Leave a reply

Minimum length: 20 characters ::