২ ডিসেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এই উইকের উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম, বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান ও অন্যান্য হাউজ টিউটর এবং হলের আবাসিক শিক্ষার্থীরা।
জানা যায়, এবারের স্পোর্টস উইকে ক্রিকেট, ফুটবল, দাবা, ক্যারম, দীর্ঘ লাফ, দৌড় এবং কুইজ প্রতিযোগিতাসহ আরও আয়োজন থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘বিজয়-২৪ হল প্রশাসনকে ধন্যবাদ, তারা গতবারের ন্যায় এবারও স্পোর্টস উইকের আয়োজন করেছে। শিক্ষার্থীদের পড়াশোনামুখী এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রশাসন এরকম আয়োজনে সবসময় সহযোগিতা করবে।’
ড. মোহাম্মদ মাহমুদুল হাছান খান বলেন, ‘আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে। এই স্পোর্টস উইকের মাধ্যমে শিক্ষার্থীদের একে অপরের মাঝে মেলবন্ধন তৈরী হবে। পড়াশোনার পাশাপাশি শারীরিক এবং মানসিকভাবে দৃঢ়তা বজায় রাখতে আমাদের এই আয়োজন। শিক্ষার্থীদের কল্যাণে সামনে আরও কিছু কাজ করার পরিকল্পনা আছে আমাদের। হলে শৃঙ্খলা এবং পড়াশোনার পরিবেশের দিকে আমরা বেশি মনোযোগ দিচ্ছি।’
উল্লেখ্য, সপ্তাহব্যাপী বিভিন্ন আয়োজনে স্পোর্টস উইক পালন করবে বিজয়-২৪ হল।