দুর্নীতির অভিযোগে বার্সেলোনা সভাপতি

দুর্নীতির অভিযোগে বার্সেলোনা সভাপতি

বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল খোদ কাতালান পুলিশ বিভাগ (লস মোজোস দে এসকাদ্রা)। সুনির্দিষ্ট অভিযোগের সমন্বয়ে একটি রিপোর্ট বানিয়ে বার্সেলোনা কোর্টে পাঠিয়েছে তারা।

রিপোর্টে বলা হয়েছে, নিজের স্বার্থের জন্য বার্সেলোনার নাম ব্যবহার করেছেন বার্তোমেউ। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে সম্ভাব্য ফৌজদারি অপরাধ করেছেন তিনি।

বার্সেলোনার সঙ্গে আইথ্রি ভেঞ্চার্সের চুক্তিপত্রে এমন প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে কাতালান পুলিশ বিভাগ। আইথ্রির সৃষ্টি করা অ্যাকাউন্টগুলো মেসির বিরুদ্ধে চুক্তি নবায়ন না করার গুঞ্জন সৃষ্টি করত।

পুলিশ নিশ্চিত হয়েছে, ক্লাবের অভ্যন্তরীণ নীতিকে তোয়াক্কা না করে বাজারমূল্যের চেয়ে ৬০০ শতাংশ বেশি অর্থ দিয়ে জনসংযোগ প্রতিষ্ঠান আইথ্রি ভেঞ্চার্সকে ভাড়া করেছিলেন বার্তোমেউ।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

‘মানসিক অবস্থার’ জন্য আফগানিস্তান সিরিজে খেলতে চান না সাকিব

অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত