মাদারীপুরের শিবচরে বৃক্ষপ্রেমীদের চাহিদা মেটাচ্ছে মা-বাবার দোয়া নার্সারী

মাদারীপুরের শিবচরে বৃক্ষপ্রেমীদের চাহিদা মেটাচ্ছে মা-বাবার দোয়া নার্সারী

 

মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে নার্সারী ব্যবসায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে মা-বাবার দোয়া নার্সারী।জানা যায়, মোঃ আব্দুর রহিম বেপারী শিবচর পৌরসভার হেলিপোট মাঠ সংলগ্ন এলাকায় ২০০৩ সালে এই নার্সারীটি প্রতিষ্ঠা করেন। নার্সারীটি চারাগাছ সরবরাহে সাড়া জাগিয়েছে। ২৫০০ প্রজাতির ৩০ হাজারের বেশি চারা আছে। এতে বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধক বিভিন্ন জাতের ফুলের চারা আছে।

মা-বাবার দোয়া নার্সারীর স্বত্বাধিকারী মোঃ আব্দুর রহিম বেপারী বলেন, আমি স্বল্প খরচে মানসম্মত চারা ক্রেতাদেরকে সরবরাহ করছি। হয়তো তাদের মনে পৌঁছাতে পেরেছি। এছাড়া আমরা বিভিন্ন বৃক্ষ মেলায় অংশগ্রহণ করে থাকি এবং বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জনে সক্ষম হয়েছি।আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

বৃক্ষপ্রেমীদের মতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর্থিক প্রণোদনা ও সহযোগিতা পেলে এই ধরনের নার্সারির কার্যক্রম আরো গতিশীলতা পাবে।

শিবচর উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, মোঃ আব্দুর রহিম বেপারীর মা-বাবার দোয়া নার্সারী পরিদর্শন করেছি। তিনি অত্যন্ত মেধাবী তার বাগান টাও অনেক সুন্দর এবং পরিপাটি। কৃষি অফিস থেকে তার নার্সারীর পরিচর্যার জন্য বিভিন্ন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::