প্রবীণ রাজনীতিবিদ আব্দুর রশিদ মল্লিকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

প্রবীণ রাজনীতিবিদ আব্দুর রশিদ মল্লিকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ
প্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুরের শিবচরের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম আব্দুর রশিদ মল্লিকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার (১১ আগস্ট)। ২০১৪ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। নানা শ্রেণিপেশার মানুষের কাছে তিনি ছিলেন একজন প্রিয়, নির্লোভ ও নিরহংকার ব্যক্তিত্ব।
১৯২২ সালের ২৫ এপ্রিল মাদারীপুর জেলার শিবচরে জন্মগ্রহণ করেন আব্দুর রশিদ মল্লিক। তিpনি শিবচর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি ছিলেন একজন সংস্কারক, ব্যবসায়ী ও সমাজসেবক। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে যান। মহুমের স্ত্রী বেগম জেবুন্নেছা ২০১৬ সালের ২৩ জানুয়ারীতে মৃত্যু বরন করেন এবং মরহুমের বড় ছেলে আব্দুস সালাম মল্লিক ২০১৭ সালের ৬ এপ্রিল মৃত্যু বরন করেন।
মেজো ছেলে মোঃ আবুল কালাম মল্লিক বিএনপির অন্যতম নেতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক। ছোট ছেলে রেজাউল করিম মল্লিক বর্তমানে বাংলাদেশ পুলিশে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরিবারের ঘনিষ্ঠজন হাজী আব্দুল মান্নান স্মৃতিচারণ করে বলেন, “আব্দুর রশিদ মল্লিক ভাই ছিলেন শিবচরবাসীর কাছে একজন আস্থাভাজন, সৎ ও নিঃস্বার্থ মানুষ। তিনি রাজনীতি, সমাজসেবা, শিক্ষা ও সংস্কারে যে অবদান রেখে গেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।”
মরহুমের মেজো ছেলে মোঃ আবুল কালাম মল্লিক তার বাবার রূহের মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জোহর শিবচর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও স্থানীয়রা তার স্মরণে একত্রিত হয়ে দোয়া করবেন, যা প্রমাণ করে এই মানুষটি আজও কতটা শ্রদ্ধার পাত্র হয়ে আছেন জনমানসে।

Leave a reply

Minimum length: 20 characters ::