দৃষ্টান্ত স্থাপন করেছেন ডাঃ কমল, নতুন প্রাণ ফিরে পেয়েছে মাদারীপুর সদর হাসপাতাল

দৃষ্টান্ত স্থাপন করেছেন ডাঃ কমল, নতুন প্রাণ ফিরে পেয়েছে মাদারীপুর সদর হাসপাতাল
মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুর সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক সদর হাসপাতালের চিত্র পাল্টে দিয়েছেন ডাঃ মোহাম্মদ শরীফুল আবেদীন কমল। ২০২৫ সালের ৩ মার্চ তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই হাসপাতাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও চিকিৎসা সেবায় গুণগত পরিবর্তন আনতে শুরু করেন। দায়িত্ব নেওয়ার পরপরই একটি সভার মাধ্যমে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, রোগীদের শতভাগ সেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আমরা সবাই যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে সেটি অর্জন সম্ভব।” তার এই অঙ্গীকারের বাস্তব প্রতিফলন আজ চোখে পড়ছে হাসপাতালের প্রতিটি ক্ষেত্রে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বলেন, ডাঃ কমল স্যারের সঠিক দিকনির্দেশনা ও দায়িত্বশীল নেতৃত্বেই হাসপাতালের চিকিৎসা সেবা বাস্তব রূপ পেয়েছে। উন্নত চিকিৎসার যে স্বপ্ন এতদিন শুধু কল্পনায় ছিল, এখন তা বাস্তবতা। যোগদানের পরপরই তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা, পরিবেশ ও নিরাপত্তায় নজর দেন। বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি পুরো হাসপাতালকে সিসি ক্যামেরার আওতায় আনেন। রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের প্রয়োজন ও সমস্যাগুলোর প্রতিকারের ব্যবস্থা নেন তিনি নিজেই। একইসঙ্গে জনবল সংকট কাটাতে নিয়মিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি প্রদানসহ নানা উদ্যোগ চালিয়ে যাচ্ছেন।
চিকিৎসা নিতে আসা একাধিক রোগী জানান, বর্তমানে হাসপাতালের চিকিৎসা সেবায় চোখে পড়ার মতো উন্নয়ন ঘটেছে। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শরীফুল আবেদীন কমল একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে রোগী ও স্বজনদের মাঝে আস্থা তৈরি করেছেন। তার প্রচেষ্টা ও নেতৃত্বে মাদারীপুর সদর হাসপাতাল এখন একটি কার্যকর ও রোগীবান্ধব প্রতিষ্ঠানে রূপ নিতে শুরু করেছে।

Leave a reply

Minimum length: 20 characters ::