মাদারীপু‌রে শুরু হয়েছে সপ্তাহব‌্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

মাদারীপু‌রে শুরু হয়েছে সপ্তাহব‌্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা
প্রণব কুমার সাহা, স্টাফ রিপোর্টার: মাদারীপু‌রে পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। এ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে শকুনী লেকপা‌ড়ের মুক্তম‌ঞ্চে এই আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।
সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভুঁইয়ার সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ  ইয়াস‌মিন আক্তার। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও আরও বক্তব্য দেন পু‌লিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকা‌রের উপপ‌রিচালক হা‌বিবুল আলম ও জেলা বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এ সময় অন্যান্য সরকারি-বেসরকারি কর্মকর্তারা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেলায় ১৯‌টি নার্সারী অংশগ্রহণ ক‌রে‌ছে।

Leave a reply

Minimum length: 20 characters ::