মহেশখালীতে দুর্বৃত্তের গুলিতে আহত যুবককে চট্টগ্রাম নেয়ার পথে মৃত্যু

মহেশখালীতে দুর্বৃত্তের গুলিতে আহত যুবককে চট্টগ্রাম নেয়ার পথে মৃত্যু

 

আনাছুল হক,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মরোক্কো ঘোনা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মামুন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় মরোক্কো ঘোনা এলাকায় দুর্বৃত্তরা মামুনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে আনোয়ারা এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
নিহত মামুন কালারমারছড়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

মামুনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

মামুনের মামাতো ভাই মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল, কিন্তু পথে তার মৃত্যু হয়।”
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। কারা, কী উদ্দেশ্যে হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

Leave a reply

Minimum length: 20 characters ::