চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার নির্দেশনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার নির্দেশনা

 

এস এম মঈন: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রয়োজনীয় সংস্কার এবং সড়কটি ছয় লেনে উন্নীতকরণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক ও যোগাযোগ উপদেষ্টা। মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত চট্টগ্রাম – কক্সবাজারের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রদানকৃত স্মারকলিপি গ্রহণকালে এ নির্দেশনা প্রদান করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত চট্টগ্রাম – কক্সবাজারের শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি হস্তান্তর করেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সাদিক কায়েম । বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক ও যোগাযোগ উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টার হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।

স্মারকলিপিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বর্তমান সমস্যা এবং এটিকে ছয় লেনে উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরে নয়টি দাবি উপস্থাপন করা হয়েছে। দাবিগুলো নিম্নরূপ:
* ক. অগ্রাধিকারের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে অবিলম্বে ৬ লেনে উন্নীত করার ব্যবস্থা গ্রহণ ও দ্রুত বাস্তবায়ন।
* খ. মহাসড়কের বিপদজ্জনক স্থানগুলোতে—বিশেষ করে জাঙ্গালিয়ার মতো দুর্ঘটনাপ্রবণ বাঁকগুলোর—নকশাগত পরিবর্তন আনয়ন করে দুর্ঘটনার ঝুঁকি কমানো।
* গ. পৃথক এক্সপ্রেস লেন, ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন ও ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা।
* ঘ.পর্যাপ্ত ট্র্যাফিক পুলিশ নিয়োগ ও পর্যটন মৌসুমে অতিরিক্ত ট্র্যাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।
* ঙ. স্মার্ট ট্র্যাফিক সিস্টেম চালু ও নিয়মিত তদারকি করা, যাতে বিপজ্জনক বাঁকগুলোতে ডিজিটাল সাইনবোর্ড ও ট্র্যাফিক লাইট স্থাপন করা যায়।
* চ. অন্তর্বর্তীকালীনভাবে মহাসড়কের সংস্কার, প্রশস্তকরণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
* ছ. মহাসড়কে লবণবাহী ট্রাক চলাচলের জন্য আলাদা নীতিমালা প্রণয়ন করে রাস্তা পিচ্ছিল হওয়ার সমস্যা দূর করা।
* জ. পর্যটন মৌসুমে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থাপনা ও মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করা।
* ঝ. হাটবাজার ও জনবসতিপূর্ণ এলাকায় ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ বাংলাদেশ চাই প্ল্যাটফর্মের মুখপাত্র রায়হান উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠক তারেকুজ্জামান, অ্যাক্টিভিস্ট ফরহাদ শাকিব এবং হোটেল রয়েল বীচের ম্যানেজিং ডিরেক্টর নুরুল আনোয়ার।

স্মারকলিপির বিষয়ে জুলাই গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় সংগঠক সাদিক কায়েম বলেন, “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘদিন ধরে একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে, যা শত শত তাজা প্রাণ কেড়ে নিচ্ছে। এর মূল কারণ সরু ও সংস্কারহীন সড়ক, যা ক্রমবর্ধমান যানবাহনের চাপে বিপজ্জনক রূপ ধারণ করেছে। আজ বুধবার সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সাক্ষাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সমস্যা সম্পর্কে তাঁকে অবহিত করে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমরা ত্রুটিপূর্ণ নকশা এবং সরু পথ সংস্কার করে এই সড়ককে ছয় লেনে উন্নীত করার দাবি জানিয়েছি।”

উল্লেখ্য, বেশ কিছুদিন যাবৎ মহাসড়কটি ছয় লেন করার দাবীতে জোরালো আন্দোলন চলছে। এর আগে গত ১১ এপ্রিল চট্টগ্রাম নগরের সিআরবি রেল ভবনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্ঠা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে স্মারকলিপি দিয়েছিলেন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদ। একই দাবিতে গত ৬ এপ্রিল চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও পরবর্তীতে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছিলো সংগঠনটি।

Leave a reply

Minimum length: 20 characters ::