বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও র‌্যালি

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও র‌্যালি
সুরুজ তালুকদার:বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৩ উপলক্ষে বাকেরগঞ্জের উপজেলা প্রশাসনের উদ্যেগে এক আলোচনা সভা ও র্্যালি অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল।   উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনু,স্বাস্থ্যসেবা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী, উপজেলা ইঞ্জিনিয়ার আবুল খায়ের মিয়া,থানা ওসি অপারেশন আলমগীর হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিতা জাহান। আলোচনা সভার বক্তৃতায়   উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল বলেন, জনসাধারণের সচেতনতা বৃদ্ধি এবং অংশীজনদের প্রায়োগিক ভূমিকার মাধ্যমে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। পাশাপাশি সবাইকে ধূমপান ও তামাকের ভয়াল নেশা থেকে দূরে থাকতে হবে। তিনি আরো বলেন, জনসাধারণের সচেতনতা বৃদ্ধি এবং অংশীজনদের প্রায়োগিক ভূমিকার মাধ্যমে আমরা  তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। এছাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক বলেন, বাংলাদেশে বর্তমানে মাদকের করাল গ্রাসে অনেক যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এদেরকে মাদক নিরাময় কেন্দ্রের মাধ্যমে সুস্থ করে তুলতে হবে এবং পাশাপাশি জনসাধারণকে মাধকের ভয়াবহতা সম্পর্কে বোঝাতে হবে এবং জনসাধারণকে এ ব্যাপারে সচেতন করে তুলতে হবে। তাহলেই বাংলাদেশকে তামাকমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত অন্যান্য অতিথিরা তাদের বক্তৃতায় মাদকের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করার কথা বলেন এবং এর বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::