থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো ব্রিজের নিচে

থানা থেকে লুট হওয়া অস্ত্র মিললো ব্রিজের নিচে
আনাছুল হক,কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের ঈদগাঁওয়ে থানা থেকে লুটপাট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) ভোররাত ২টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া ব্রিজের নিচ থেকে এসব আলামত উদ্ধার করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসলামাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাঈমুল ইসলামের দেওয়া সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি একাধিক অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১টি দোনলা বন্দুক, ১টি হেলার, ১টি গ্যাস মাস্ক, ২ জোড়া গামবুট, ১টি রেলিং পাইপ, ১টি লেগ গার্ড এবং ২টি অস্ত্রের সিনিং।
পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট দেশের পটপরিবর্তন হওয়ার  দিনে পুলিশের গুলিতে কয়েকজন বিক্ষোভকারী আহত হয়।
 এরপর উত্তপ্ত জনতা ঈদগাঁও থানায় হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়। সেই ঘটনায় নুরুল মোস্তফা নামে এক ব্যক্তি নিহত হন।
পরে অজ্ঞাতনামা ৪ হাজার জনকে আসামি করে মামলা করা হয়। ঘটনার সময় থানার বেশ কিছু অস্ত্র ও সরঞ্জাম লুট হয়ে যায়।
উদ্ধার হওয়া অস্ত্রগুলোর বিষয়ে ওসি আরও বলেন, “এগুলো মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। কে বা কারা ব্রিজের নিচে ফেলে গেছে, তা শনাক্তে তদন্ত চলছে।”
এদিকে, ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গজালিয়া ব্রিজের নিচে ফেলে রাখা অস্ত্রের খবর ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কিভাবে জানলেন — এই নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, দীর্ঘদিন পর হলেও লুট হওয়া অস্ত্র উদ্ধার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। তবে, যারা এসব ফেলে গেছে এবং ঘটনার পেছনে কারা জড়িত — তা দ্রুত শনাক্তের দাবি জানায় এলাকাবাসী।

Leave a reply

Minimum length: 20 characters ::