ভূমি ভবন কমপ্লেক্স ২০২১ সালের জুনের মধ্যে হস্তান্তর

ভূমি ভবন কমপ্লেক্স ২০২১ সালের জুনের মধ্যে হস্তান্তর

ঢাকা: জনগণকে দ্রুত এক স্থান থেকে সব সেবা দেওয়ার ব্যবস্থায় ঢাকার তেজগাঁও এলাকায় নির্মাণাধীন ‘ভূমি ভবন কমপ্লেক্স’ আগামী বছরের জুনের মধ্যে ভূমি মন্ত্রণালয়কে হস্তান্তর করা হবে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারীর ‘ভূমি ভবন কমপ্লেক্স’ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও ঢাকা গণপূর্ত প্রকল্প সার্কেল-১-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুব হাসান এ তথ্য জানান।

প্রকল্প পরিচালক ভূমি সচিবকে আরও জানান, দেশে করোনা ভাইরাস মহামারি পরিস্থিতি না হলে আরও দ্রুত ভূমি ভবন হস্তান্তর করা সম্ভব হতো।

এসময় মুজিববর্ষ উপলক্ষে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ঘোষিত স্বাধীন বাংলাদেশের প্রথম ভূমি সংস্কারক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভূমি ভবনে নির্মিতব্য বঙ্গবন্ধুর ম্যুরালের ব্যাপারেও খোঁজ নেন ভূমি সচিব। ভূমি সচিব সংশ্লিষ্ট নির্মাণ কর্তৃপক্ষকে এ সময় প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পাকিস্তানের বিলম্বের সুযোগ নিয়ে ২ কোটি ডলারের সিগারেট রপ্তানি করল বাংলাদেশ

আমার অনেক ভাই শহীদ হয়েছে, আমি তো এখনও শহীদ হতে পারলাম না: ড. শফিকুর রহমান