বগুড়া কাহালু থানায় দুই ছোট্ট শিশু ধর্ষণের স্বীকার

বগুড়া কাহালু থানায় দুই ছোট্ট শিশু ধর্ষণের স্বীকার

আল ইমরান, বগুড়া: গত ১৩ই মার্চ কাহালু থানার পাইকড় ইউনিয়নের আদর্শ গ্রামে এক ভয়াবহ ধর্ষণের ঘটনা ঘটে।৫ বছর বয়সী মরিয়ম নামের এক শিশু এবং তার সাথে থাকা একটি ছোট মেয়ে ধর্ষণের শিকার হন। অভিযোগ অনুযায়ী, মরিয়মের মা বাড়ি থেকে কাজে বের হলে এই সুযোগে নুরুল ইসলাম (৫০)নামের  ব্যক্তি তাদের উপর আক্রমণ করে। ধর্ষণ করার পর, অপরাধী তাদের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে ভয় দেখায় যে, যদি তারা আইনের আশ্রয় নেয়, তাহলে মরিয়মকে মেরে বাথরুমে রেখে দেবে।

ঘটনার পর, গ্রামবাসীরা বিচার চেয়ে বৈঠক বসার প্রস্তুতি নেয়, কিন্তু ধর্ষক অর্ধেক রাস্তায় এসে পালিয়ে যায়।স্থানীয় থানায় খবর দেওয়া হলে কাহালু থানার ওসি ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন এবং ভিকটিমের শারীরিক অবস্থা পরিদর্শন করেন।

ভিকটিম মরিয়মের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে, বিশেষ করে তার যোনিপথের আশপাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, এবং তিনি মানসিকভাবে অনেকটা আঘাতপ্রাপ্ত। পুলিশ প্রাথমিক তদন্তে খবর পেয়ে ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করে এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নেয়।

Leave a reply

Minimum length: 20 characters ::