চকরিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চকরিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়ায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১০ মার্চ) সকাল ৭টার দিকে খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব নয়াপাড়া আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আরমান উল ইসলাম শান্ত (১৯)। তিনি স্থানীয় বাসিন্দা মৃত সেলিম উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের লোকজন শান্তকে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শান্ত কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে, তার মৃত্যুর পেছনে আসল কারণ এখনো স্পষ্ট নয়। কেউ কেউ ধারণা করছেন, ব্যক্তিগত জীবন নিয়ে হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

চকরিয়া থানার ওসি (তদন্ত) ইয়াছিন মিয়া বলেন, “ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

শান্তর পরিবার এ ঘটনায় শোকাহত। তারা বিশ্বাস করতে পারছেন না যে শান্ত আত্মহত্যা করতে পারেন। পরিবারের দাবি, তদন্তের মাধ্যমে সঠিক কারণ বের করে দোষী কেউ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানার জন্য পুলিশি তদন্ত চলছে।

Leave a reply

Minimum length: 20 characters ::