কেরানীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

কেরানীগঞ্জে শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১টার ৩০ ঘটিকায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভ্যাঢা ফোরকানিয়া হাফোজয়া মাদ্রাসার
শিক্ষার্থীদের দুপুরের খাবার খাইয়ে সাবেক রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালন ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল। দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা। শুভ্যাঢা ফোরকানিয়া হাফোজয়া মাদ্রাসার প্রিন্সিপাল
মনিরুল ইসলাম শরীয়তপুরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

 

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশের কল্যাণে কাজ করতে হবে। তার দেখানো পথে রাষ্ট্র পরিচালনা করে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে বিএনপিকে সামনের দিকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি ।

দোয়া মাহফিল অনুষ্ঠিত আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক
ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাওন, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত শুভ, কোশিক আহমেদ, ছাত্রনেতা মামুনুর রাশিদ মামুন, সাজ্জাদ হোসন, আশিকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Leave a reply

Minimum length: 20 characters ::