মাদারীপুরে এসএ টিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাদারীপুরে এসএ টিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মাদারীপুর জেলা প্রতিনিধি: এসএ টিভির ১২তম বর্ষ পেরিয়ে ১৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে মাদারীপুরে এসএ টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার দুপুরে মুক্তিযোদ্ধা ভবনের ২তলায় শিবচর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এসএ টিভির মাদারীপুর প্রতিনিধি ও শিবচর প্রেসক্লাবের সভাপতি মো: জাকির হোসেনের সভাপতিত্বে র‌্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে এসএ টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরে এসএ টিভির পরিবারসহ এসএটিভিতে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়েতে ইসলামী শিবচর পৌরসভা শাখার সাধারন সম্পাদক মাওলানা জহির রায়হান। এসময় বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহনেওয়াজ খান তোতা, বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক খান ইনু, যুবদল নেতা সজীব খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::