এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে মানববন্ধন

এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে মানববন্ধন

আনাছুল হক, কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের ঈদগাঁওতে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি) স্কুলের এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ রিহামকে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে হোস্টেলে ঢুকে ছুরিকাঘাতের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৬ জানুয়ারি, (মঙ্গলবার) দুপুর ৩টায় ঈদগাঁও স্টেশনে ছাত্র-জনতা এ প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে রিহামের পরিবারের সদস্য, সহপাঠী, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

গত ১১ ডিসেম্বর ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের হোস্টেল ক্যাম্পাসে মোহাম্মদ রিহামের ওপর নৃশংস হামলা চালানো হয়। দুর্বৃত্তরা হোস্টেলে ঢুকে পরিকল্পিতভাবে তাকে ছুরিকাঘাত করে। প্রাথমিকভাবে এটি হত্যাচেষ্টা বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে গুরুতর আহত রিহাম চিকিৎসাধীন।

রিহামের চাচা প্রতিবেদককে জানান, “ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল যে জড়িতদের বরখাস্ত করা হবে এবং প্রশাসনের সহায়তায় তাদের শাস্তির আওতায় আনা হবে । কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় আমাদের মানববন্ধনের উদ্যোগ নিতে হয়েছে।”
বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন:

“এমন ন্যক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না।”

“অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

“শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

দুপুর ৩টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলা মানববন্ধনে অংশগ্রহণকারীরা “বিচার চাই,” “অপরাধীদের গ্রেফতার করো,” এবং “নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান চাই” ইত্যাদি স্লোগান দেন।

জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো নিরাপদ জায়গায় এমন ঘটনা অত্যন্ত অপ্রত্যাশিত। তারা প্রশাসনের প্রতি দ্রুত দোষীদের গ্রেফতার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান

Leave a reply

Minimum length: 20 characters ::