রাবিতে ফল প্রকাশের ৭ দিন পরেই পাওয়া যাবে সনদ

রাবিতে ফল প্রকাশের ৭ দিন পরেই পাওয়া যাবে সনদ
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাময়িক সনদ প্রদান শাখা গুরুত্বপূর্ণ সংস্কার আনা হয়েছে। এখন থেকে স্নাতক/স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের ৭ কার্যদিবস পর শিক্ষার্থীরা নিজ নিজ হল অফিস থেকে সাময়িক সনদ সংগ্রহ করতে পারবে।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
একই দিবসে বেলা ১১টায় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে রাবিতে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের মাধ্যমে শিক্ষার্থীদের প্রদত্ত সেবাসমূহ সংস্কার ও সহজতর করার জন্য গঠিত কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ক্ষেত্রে চূড়ান্ত পরীক্ষার ফরম পূরণের সময় প্রযোজ্য ফি জমা নেওয়া হবে।
 উল্লেখ্য, ২০২৩ সালের স্নাতক/স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এবিষয়ে জনযোগ প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার বলেন, শিক্ষা সংস্কার কাজ চলমান। পত্র-পত্রিকায় বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা নিয়ে লেখালেখি হয় সেগুলো আমরা আমলে নেওয়ার চেষ্টা করি। ১১ ডিসেম্বর একাধিক পত্রিকা ও পোর্টালে ‘রাবির সনদ শাখায় ভোগান্তি চরমে; ননস্টপ সার্ভিসের দাবি শিক্ষার্থীদের’ শিরোনামে নিউজ দেখতে পায়। তৎক্ষনাৎ বিষয়টি আমলে নিয়ে কমিটি গঠন করা হয়। তবে মাঝে বিজয় দিবস, বুদ্ধিজীবী দিবস, জুলাই বিপ্লব প্রদর্শনী এবল পরপরই শীতকালীন ছুটি থাকার কারণে একটু দেরি হয়েছে। কাজের পরিবেশ ভালো পেলে প্রশাসন সংস্কার কাজে সর্বশক্তি নিয়ে এগোতে পারবে।

Leave a reply

Minimum length: 20 characters ::