কক্সবাজার-টেকনাফ-মেরিন ড্রাইভের রেজুখাল সেতু বন্ধ: বিকল্প পথ ব্যবহারের আহ্বান

কক্সবাজার-টেকনাফ-মেরিন ড্রাইভের রেজুখাল সেতু বন্ধ: বিকল্প পথ ব্যবহারের আহ্বান

আনাছুল হক, কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজার-টেকনাফ-মেরিন ড্রাইভ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় রেজুখাল পুরাতন বেইলী সেতুর মেরামত কাজ শুরু হতে যাচ্ছে। এই কাজের জন্য ২৫ ডিসেম্বর ২০২৪ থেকে ২৪ জানুয়ারি ২০২৫ পর্যন্ত প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেতু দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে।

 

সড়ক ও জনপথ বিভাগ, কক্সবাজার, সংশ্লিষ্ট সকলকে এ সময় বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে। মেরামতকালীন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছে।

 

মেরামত কাজ সম্পন্ন হলে কক্সবাজার-টেকনাফ সড়কের যান চলাচল আরও নিরাপদ ও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

 

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, সেতু মেরামতের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, জনসাধারণের জন্য বিকল্প যোগাযোগ ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

 

মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত বিকল্প পথ ব্যবহার করে যাতায়াত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সড়ক ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সরকারের এই উদ্যোগ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সবার সহনশীলতা ও সহযোগিতায় এই উন্নয়ন প্রকল্প সফলভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে

Leave a reply

Minimum length: 20 characters ::