মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান ২ জনকে কারাদণ্ড

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান ২ জনকে কারাদণ্ড
প্রণব কুমার সাহা, মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুর সদর উপজেলা শিরখাঁড়া ইউনিয়নের শ্রীনদী বাজার সংলগ্নে আড়িয়াল খাঁ নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ২জনকে আটক করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন, মোঃ সোহাগ রহমান (৩৫), মোঃ হৃদয় হোসেন (২৩) উভয়ের সং-  মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাঁট। তারা দীর্ঘদিন ধরে ড্রেজার ব্যবসায়ী  মাসুদ শিকদারের অধীনে কাজ করে আসছিলেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী  কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব জানান, শিরখাঁড়া ইউনিয়নের শ্রীনদীবাজার সংলগ্নে আড়িয়াল খাঁ নদী থেকে  প্রতি রাতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন  করে আসতেছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হলে- এসময় ২জনকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘অবৈধ ড্রেজার বন্ধে মাদারীপুর জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a reply

Minimum length: 20 characters ::