শাহিন আহমেদ (নিজস্ব প্রতিবেদক):ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে জমি ভরাট করতে গিয়ে মহাসড়কের কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছেন প্রভাবশালী কয়েক ব্যক্তি। গত ২১ নভেম্বর জাতীয় দৈনিক বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।
আজ (২৭ নভেম্বর ) বুধবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রইস আল রেজোয়ানের নেতৃত্বে অভিযান চালিয়ে বন্ধ কালভার্টের মুখ খুলে দেওয়া হয়।
স্থানীয় জানান, কালভার্টের পানির প্রবাহ বন্ধ করে বালু ভরাট করা যাবেনা। উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি কালভার্টের বন্ধ মুখ খুলে দেওয়া জন্য।
দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) রইস আল রেজোয়ান বলেন,ঢাকা-মাওয়া মহাসড়কের কালভার্টের মুখ বন্ধ করে জমিতে বালু ভরাট করছে। খবরের সত্যতা পাওয়া সড়ক ও জনপদে অধিদপ্তরের সহায়তায় বন্ধ কালভার্টের মুখ খুলে দেওয়া হয়। অপরাধীরা যত ক্ষমতাধর
হউক, তাদের আইনের আওতায় আনা হবে।
অভিযানে সড়ক ও জনপথ বিভাগের কেরানীগঞ্জ সড়ক সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন ও কোরিয়া এক্সপ্রেসওয়ের পক্ষে ম্যানেজার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
..