নীলফামারীতে শেষ হলো অষ্টম কাব ক্যাম্পুরী

নীলফামারীতে শেষ হলো অষ্টম কাব ক্যাম্পুরী

মোঃ আরিফুল ইসলাম, নীলফামারী:: কাবিং করি সবুজ প্রকৃতি গড়ি’ প্রতিপাদ্যে নীলফামারীতে পাঁচদিন ব্যাপী অষ্টম উপজেলা কাব ক্যাম্পুরী শেষ হয়েছে।
রবিবার রাতে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি থেকে কাব শিক্ষার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হকের সভাপতিত্বে ক্যাম্প ফায়ার ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, বাংলাদেশ স্কাউটস সদর দপ্তরের সাবেক যুগ্ম নির্বাহী পরিচালক তৌহিদ উদ্দীন আহমেদ, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানী, বাংলাদেশ স্কাউটস সদর উপজেলার কমিশনার গোলাম মোস্তফা খোকন, ৮ম কাব ক্যাম্পুরীর সদস্য সচিব আতাউর রহমান ও স্কাউটসের সহকারি লিডার ট্রেনার খলিলুর রহমান।নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক জানান, অষ্টম উপজেলা কাব ক্যাম্পুরীতে ৪২টি প্রাথমিক বিদ্যালয়ের কাব শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::