দুই মাদ্রাসা শীক্ষার্থীকে উদ্ধার করতে গিয়ে ছিনতাইকারীর কবলে সাংবাদিক

দুই মাদ্রাসা শীক্ষার্থীকে উদ্ধার করতে গিয়ে ছিনতাইকারীর কবলে সাংবাদিক

নিজস্ব প্রতিনিধি:: ঢাকার আশুলিয়ায় জিম্মি হওয়া দুই মাদ্রাসা শীক্ষার্থীকে উদ্ধার করতে গিয়ে ছিনতাইকারীর খপ্পরে পড়ে দৈনিক সমাচারে কর্মরত সাংবাদিক গোলাম সাব্বির আহমেদ। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে সোসাইটি এলাকায় যেতে সাভার গল্ফ ক্লাব সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

নবীনগর থেকে ওই রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন তিনি। সেই পথে চলন্ত একটি অটোরিকশাকে অতিক্রম করলে ভেতর থেকে একজন মহিলা যাত্রী তাকে ডেকে জানায়, “মাদ্রাসার দুটি ছাত্রকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে একটি রিকশায়।” একথা শুনে দ্রুত বাইক চালিয়ে সেই রিকশার গতিরোধ করলে দেখে, দুজন জোরজবরদস্তি করে ধরে রেখেছে টুপি ও পান্জাবি-পাজামা পরিহিত অপ্রাপ্তবয়স্ক দুটি ছেলেকে। সাংবাদিক তাদের পরিচয় ও তুলে নেওয়ার কারন জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠে। অকথ্য ভাষায় গালিগালাজ করে মারমুখী হয়ে ওঠে তার ওপরে। ভিডিও করতে গেলে ফোন কেড়ে নিয়ে হাতাহাতি শুরু করে। একপর্যায়ে শোরগোল শুনে জড়ো হয় স্থানীয় কয়েকজন। পরে তাদের সহোযোগিতায় মুক্ত করা হয় জিম্মি হওয়া শীক্ষার্থীদের। এসময় তারা সাংবাদিককে প্রান নাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে, নিরাপত্তাহীনতায় ভোগার কারণে নিকটস্থ আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, প্রান নাশের হুমকি দেওয়া দুজনের একজনের নাম সজিব। কুরগাও এলাকার সোসাইটিতে ভাড়া বাসায় থাকে। এর আগেও ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে পুলিশের হাতে। সাজা খেটে বের হয়ে ফের লিপ্ত হয়েছে এই পেশায়। সজিবের বড়ো ভাই সোহাগ ওরফে (টোকাই সোহাগ) নামে পরিচিত এলাকায়। কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী সোহাগের নামে রয়েছে একাধিক মাদক মামলা। দুই ভাই দুর্ধর্ষ অপরাধী বলে জানায় এলাকাবাসী।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining