বাঙলা কলেজ প্রতিনিধি: ‘চুই ঝাল খেয়ে সুন্দরবন ঘুরে মিলিত হই রূপসা নদীর তীরে’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর স্বনামধন্য বিদ্যাপীঠ সরকারি বাঙলা কলেজে অধ্যায়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘খুলনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শিক্ষক উপদেষ্টা অধ্যাপক এস এম মাহাবুবুল ইসলাম, অধ্যাপক মমতাজ আরা বেগম, সহযোগী অধ্যাপক লাকি রানী হালদার এবং ছাত্র উপদেষ্টা মোখলেসুর রহমান, শামীম আহমেদ অপু এবং শেখ শওকত হুসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিয়া তানভীর হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম বাদল।
তানভীর হোসেন সরকারি বাঙলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের এবং রেজাউল করিম হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থী।
উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাদিকুর রহমান সজীব, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রিয়াজ রহমান এবং ইমন।
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অনিমেষ ঢালী, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হুসাইন এবং অর্পন বিশ্বাস।
সাংগঠনিক সম্পাদক পদে তানভীর হুমাইন জুয়েল, অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে জুনায়েদ খান, দপ্তর সম্পাদক হিসেবে আল আমিন, উপ-দপ্তর সম্পাদক হিসেবে আমান মাহমুদ, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে সামিরা সুলতানা, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে জিনিয়া ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে শেখ শওকত হুসাইন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে শাসন সরকার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে ইমতিয়াজ খান, আইসিটি বিষয়ক সম্পাদক হিসেবে তানভীর হুসাইন জুয়েল, প্রচার সম্পাদক হিসেবে জুয়েল, বাদল, এবং সজীব, মনোনীত হয়েছেন।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন রায়হান, রাব্বি, শাহেদ, অমিত, বাইজিদ, শামীম, শিহাব, ফিরোজ, নাসিম, ইমতিয়াজ এবং ফিরোজ।
এ সম্পর্কে সভাপতি মিয়া তানভীর হোসেন বলেন, “প্রথম বারের মতো সরকারি বাঙলা কলেজে খুলনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ গঠিত হয়েছে। এ পরিষদে আমাকে সভাপতি মনোনীত করায় সম্মানীত উপদেষ্টা মন্ডলীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি সরকারি বাঙলা কলেজে অধ্যায়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের পাশে থাকতে পারবো সবসময়। ভর্তি, শিক্ষা, সহ-শিক্ষা কার্যক্রম, স্কিল ডেভেলপমেন্ট এবং ভর্তি পরিক্ষা চলাকালীন আবাসন সংক্রান্ত সহযোগীতার জন্য খুলনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ কাজ করবে। ”