টেকনাফে অপহৃত ৯ কৃষক ‘মুক্তিপণে’ ছাড়া পেলেন

টেকনাফে অপহৃত ৯ কৃষক ‘মুক্তিপণে’ ছাড়া পেলেন

মুহাম্মদ কিফায়ত উল্লাহ, টেকনাফ প্রতিনিধি:: কক্সবাজারের টেকনাফের ৯ কৃষক ফিরলেও এ নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। পুলিশের দাবি, পুলিশের ধারাবাহিক অভিযানে অপহরণকারি চক্র এদের ছেড়ে দিয়েছে। অন্যদিকে স্থানীয় এলাকাবাসী বলছেন ভিন্ন কথা, গোপনে স্বজনরা মুক্তিপণের টাকা পরিশোধ করার পর অপহরণকারীরা তাদের ছেড়ে দেয়।

সোমবার (৪ নভেম্বর) সকালে অপহৃত দুই রোহিঙ্গাসহ ৯ জন এলাকায় ফিরেছে বলে নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ আনোয়ারী। তিনি জানান, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার করাচি পাড়া পাহাড়ি এলাকা থেকে এই কৃষকদের অপহরণ করা হয়। এরপর জনপ্রতি দেড় লাখ টাকা করে সাড়ে ১৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহৃতদের পরিবারে ফোন করা হয়েছিল। বিষয়টি পুলিশকে জানানো হলে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়। এর প্রেক্ষিতে গোপনে মুক্তিপণের টাকা পরিশোধ করার পর এদের ছেড়ে দেয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।

তিনি বলেন, তবে স্বজনরা কত টাকা এবং কাকে মুক্তিপণ দিয়েছে এটি বলতে রাজি হচ্ছে না।অপহৃতরা হলেন- নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন

Leave a reply

Minimum length: 20 characters ::