চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে রং তুলিতে ফুটিয়ে তোলা হচ্ছে শহীদদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে রং তুলিতে ফুটিয়ে তোলা হচ্ছে শহীদদের

চবি প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা আওয়ামী সরকারের শাসনামল সহ পূর্ববর্তীকালে রাজনৈতিক প্রতিহিংসায় শহীদ হওয়া ছাত্রদের গ্রাফিতি অঙ্কন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর দেওয়ালে।

এর মধ্যে উল্লেখযোগ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ নুরুল হুদা মুসা যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক প্রতিহিংসার কবলে পড়ে একটি গোষ্ঠী কতৃক ১৯৯৪ সালে নিহত হন। উল্লেখ্য শহীদ নুরুল হুদা মুসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

গ্রাফিতি অঙ্কন করা হয় জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম নিহত হওয়া শহীদ ওয়াসিম আকরাম এর। শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজ ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

এছাড়াও জুলাইয়ের আন্দোলনে নিহত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্রবীর শহীদ হৃদয় চন্দ্র তরুয়া, ছাত্রবীর শহীদ ফরহাদ হোসেনের গ্রাফিতিও অঙ্কন করা হয়।

শহীদ নুরুল হুদা মুসা, শহীদ হৃদয় চন্দ্র তরুয়া, শহীদ ফরহাদ হোসেন, শহীদ ওয়াসিম আকরামদের এই আত্মত্যাগ ও বীরত্ব গাঁথার অনুপ্রেরণা নিয়ে একটি শিক্ষার্থীবান্ধব, রাজনৈতিক প্রতিহিংসামুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশ বিনির্মানে অংশ নিবেন বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল।

Leave a reply

Minimum length: 20 characters ::